অন্ন-বস্ত্রের অভাবে লোকে অভাবী হয়। সামান্য খাবারেই অভাবী লোকের সুখ।

মৌলিক চাহিদা মিটে যাওয়া লোকেরা মূলত অসুখী বেশী। তাদের এই অসুখটা মনে, চাহিদায়। এক্সপেক্টেশন নিয়ন্ত্রন করে তারাও সুখী হতে পারে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।