একটা ই-রিডার গিফট পাইলাম। আমার বর্তমান রিডারটা (Onyx BOOX Note Air 2 4/64) বেচে দেব। কেউ অনিক্স কেনার জন্য আগ্রহী থাকলে জানাইয়েন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।