এই ঘটনা কতটুকু সত্য জানি না, আংশিক সত্য হলেও সতর্ক হওয়া জরুরী। আপনার চারপাশের সকলকে সতর্ক করুন। ফুটবল সমর্থকদের জন্য আর্জেন্টিনার সাথে আমাদের যে ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করেছে, এটা রক্ষা করতে হবে। অন্যসব দেশের মত আর্জেন্টিনাতেও যেন বাংলাদেশের বদনাম না হয়, এটা খেয়াল রাখা জরুরী। সাথে, এদেশের সাধারণ পাবলিকদেরও যেন কেউ প্রতারণা করতে না পারে, সেটা দেখা দরকার।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।