প্রায় পনের আগে গর্ব করে লিখেছিমাম— ‘আমেরিকায় কারেন্ট চলে গেলে সব লুটপাট হয়ে যায় কিন্তু আমাদের এখানে হয় না এরকম কিছু। জাতি হিসেবে এটা নিয়ে আমরা গর্ব করতেই পারি।’
এই গর্ব আর করতে পারছি না চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের ছাত্রদের বাকী খেয়ে এক হোটেল মালিককে নিঃস্ব করে দিতে দেখে। এই লোকটা আপনাদের কাছে যে ৫/৬ লাখ টাকা পায় সেটা ফেরত দিয়ে দিয়েন আপনারা। এছাড়া আর কী বলবো!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।