ফিজিক্সের পাশাপাশি ইকোনমিক্সেও ব্যাচেলর আছে ইলনমাস্কের। ছোটবেলা থেকেই জিনিয়াস কম্পিউটার প্রোগ্রামার। বারো বছর বয়সে ভিডিও গেমস খেলতে গিয়ে গেমস পছন্দ না হওয়াতে নিজেই নিজের গেমস বানিয়ে নিয়েছিলেন এবং সেটা ৫০০ ডলারে বিক্রিও করেছেন। আর ছোট বেলা থেকেই পড়ুয়া, এখনো পড়েন।
১৯৯৫ সালে নিজের ছোটভাই কিম্বলসহ মাত্র ২৮ হাজার ডলার ফান্ডিং নিয়ে একটা কোম্পানী তৈরি করেন এবং চার বছরের মাথায় সেই কোম্পানী ৩০৭ মিলিয়ন ডলারে বিক্রি করে দেন।
২০০০ সালে এক্সকম নামে একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস তৈরি করেন যেটা প্রথম মাসেই দুই লাখের উপরে গ্রাহক ধরতে সমর্থ হয়। পরে পেপ্যালের সাথে এই কোম্পানী মার্জ হয় এবং দুই বছর পর ১.৫ বিলিয়ন ডলারে eBay কিনে নেয়।
অটোমোবাইল ইন্ড্রাস্ট্রি ও রকেট সায়েন্সে উনার অবদান তো সবাই জানেন মনে হয়। স্পেস এক্সের চীফ ইঞ্জিনিয়ারও ইলন মাস্ক নিজে। এছাড়া আরো কয়েকটা ইন্ড্রাস্ট্রিতেও গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন আছে উনার (যেমন বোরিং কোম্পানী, স্যাটেলাইট বেসড ইন্টারনেট কোম্পানী স্টারলিংক)।
অর্থনৈতিক দিক থেকে যদি দেখতে চান, পৃথিবীর নাম্বার ওয়ান ধনী যার আড়াই'শ বিলিয়ন ডলারের উপরে সম্পদ।
এরকম একটা লোকরে অর্থনৈতিক পরামর্শ দেয়ার আগে মনে হয় একটু ভাবা উচিত।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।