সহজ জীবন - ৩০ (অজ্ঞতা খারাপ না অত)
কেউ কোন একটা দিকে সেরা হওয়ার মানে হচ্ছে তার অন্য আরো অনেক বিষয়ে কম জানার সম্ভবনা থাকে যেহেতু সব জানার পেছনে সময় ব্যায় করতে পারে না তারা।
তাই আপনার কাছে ইরিলিভেন্ট কোন বিষয়ে অজ্ঞতা খারাপ না অত।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।