ক্যারিয়ার বিষয়ক ৩১-টা লেখা খুঁজে পেলাম (ক্যারিয়ার লিখে সার্চ দিয়ে)। সেগুলো সব 'ক্যারিয়ার' ক্যাটাগরিতে এড করে দিলাম। ভাবছিলাম ক্যাটাগরিতে যেসব লেখা এড করবো সেগুলো ফেসবুকে অনলী-মী করে দেব। কিন্তু মন্তব্যগুলোর জন্য করছি না আপাতত। মন্তব্যগুলো দেখার জন্য প্রতিটা পোস্টের নিচের ফেসবুক আইকনে ক্লিক করতে হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।