আমার এক মেক্সিকান ফ্রেন্ডরে জিগাইছিলাম থিংকার কিডসের পেজটা কেমন হচ্ছে?
শে বললো— "গুড তবে রংটা বাচ্চাদের জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে পারো। বিশেষ করে কালো রং বাচ্চাদের সাথে যায় না।" তাই একটু বৈচিত্র আনলাম এবং দুই মিনিটের প্রচেষ্টায় এই নতুন নীল লোগোটা আসলো। এটা ফাইনাল না; ক্লাউড ও টেক্সটে মাল্টি কালার ট্রাই করে দেখবো পরে।
গত এক সপ্তাহ ধরে পেজের এই জায়গাটায় চোখ আটকে যাচ্ছিলো বারবার... মনে হচ্ছিলো কী যেন মিসিং! ধরতে পারতেছিলাম না।
আপনারা কখনো কোন সাজেশন থাকলে দিয়েন আমারে। কৃতজ্ঞ থাকবো। আফটার অল, আমি তো গ্রাফিক্স বা UI/UX ডিজাইনার না!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।