সহজ জীবন - ২৬
গেট রিয়েল বিফোর বি ইওরসেল্প।

সহজ জীবনের জন্য বি ইওরসেল্ফ হওয়াটা সবচাইতে ভালো উপায়, যদি আপনি মানুশ হিসেবে ভালো হয়ে থাকেন। আপনি মানুশ হিসেবে খারাপ হলে বি ইওরসেল্ফ ও অকপট হওয়া আপনার জন্য আরো খারাপ হবে। দেখবেন বন্ধু হারাইতেছেন, সবার সাথে গ্যাঞ্জাম হইতেছে।

একজনরে বলতে শুনলাম— সত্যবাদী হওয়ার পর তার গার্লফ্রেন্ড ব্রেক-আপ করে ফেলছে, বন্ধুরা সরে গেছে।

এর জন্য কি সত্য কথা দায়ী?

নাহ!

সত্য কথা বলা তো ভালো ব্যাপার, কিন্তু একমাত্র ব্যাপার না আরকি। আপনার ভেতরে অনেক সমস্যা থাকলে তখন হুট করে সত্যবাদী হয়ে ওঠা আপনার জন্য সমস্যাজনক হওয়া স্বাভাবিক। সত্যবাদী চোর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ও পপুলার হতে পারে, বাস্তব জীবনে হয় না। তাই আগে বাস্তবতা উপলদ্ধি করেন, নিজেরে ঠিক করেন এবং সেই সাথে একটু একটু করে বি ইওরসেল্ফ হন। আত্মউন্নয়ন তো একটা চলমান প্রক্রিয়া।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।