হিরো আলম
হিরো আলম একটা বিপ্লব।
ইডিওসিঙ্ক্রাটিক আরবান বাঙাল মিডল ক্লাসের গালে সশব্দ চটকানা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।