প্যারেন্টিং - ৫৮ (লার্নিং উইথ ফ্লো)
তাতিন তার দুই সহপাঠীর বিষয়ে বলছিলো। ওদের খারাপ আচরণগুলো ওর খারাপ লাগে জানাচ্ছিলো। আর আমাকে জিজ্ঞেস করেছিলো, ওরা এরকম কেন?
আমি বললাম— ওরা বোকা, তাই।
কিভাবে?
ওদেরকে কি ক্লাসের কেউ পছন্দ করে?
না।
তাহলে দেখ, ওদের কোন বন্ধু হচ্ছে না। এটা ওদের জন্য লস না? বুদ্ধিমান কেউ তো নিজের লস করবে না এভাবে।
এধরনের অনেক আলাপ হয় আমাদের মাঝে। বিভিন্ন সিচ্যুয়েশনে আপনি যা শেখাবেন, সেটা থেকে বাচ্চারা সবচাইতে বেশী শিখবে। কনটেক্সট ছাড়া সরাসরি উপদেশ থেকে এধরনের শিক্ষা অনেক বেশী কার্যকরী।
 
                                                            
 
                                                                    
                                                                    কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।