সাহিত্যে সিন্ডিকেট
একসময় ভাবতাম সাহিত্যের সিন্ডিকেট ভেঙ্গে দিতে কাজ করবো। এখন তা ভাবি না। সিন্ডিকেটের দরকার আছে। আমি বরং সিন্ডিকেটগুলো আরো উস্কে দিতে সাহায্য করতে চাই। থিংকার ক্লাউডের ক্লাব ম্যানেজমেন্ট প্লাটফর্ম দিয়ে আপনারা সিন্ডিকেট ম্যানেজ করতে পারবেন। নতুন সিন্ডিকেটও বানাইতে পারবেন। ওয়েলকাম!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।