ইউটিউবে বা কোন সাইটে ভালো একটা কনটেন্ট দেখা/পড়ার সময় যদি এমন কোন বিজ্ঞাপণ দেখায় যেটা আসলে আমার দরকার, তখন ঐ বিজ্ঞাপণে ক্লিক করি। যেমন— হয়তো একটা ডোমেইন কিনবো ভাবতেছিলাম কয়েকদিন ধরে। এসময় একটা ভালো কনটেন্টে ডোমেইন কোম্পানীর বিজ্ঞাপণ দিলো। আমি তখন ঐ বিজ্ঞাপণে ক্লিক করে ডোমেইনটা কিনে ফেলি। তবে অকারণে বিজ্ঞাপণে ক্লিক করি না কারণ এতে এডভারটাইজারের ফান্ড নষ্ট হয়। সেটা করলে একজনরে পেট্রোনাইজ করতে গিয়ে আরেকজনের ক্ষতি করা হবে।

কোন কনটেন্ট থেকে বিজ্ঞাপণে ক্লিক করে কিছু পারচেজ করলে কী হয় জানেন? যে লোকটা কষ্ট করে ভিডিওটা বানিয়েছে বা আর্টিকেলটা লিখেছে, সে কিছু এক্সট্রা টাকা পায়। আমি তো এমনিতেই ডোমেইনটা কিনতাম। ঐসময় কিনলে কনটেন্ট ক্রিয়েটররে একটু হেল্প করা হলো, অর্থনৈতিক ভাবে।

কষ্ট করে কনটেন্ট বানিয়ে ফ্রি দিচ্ছে যারা— তাদের জন্য এইটুক তো করাই যায়, তাই না?

ওয়েস্টে লোকজন এমনকি সরাসরি টাকাও পাঠায়। এধরনের সাপোর্ট দেয়ার জন্য বেশ কিছু জনপ্রিয় সার্ভিসও গড়ে উঠেছে। আমি এক ট্রাভেলারকে চিনি যার পুরো বিশ্ব ভ্রমণের খরচ অনলাইনে তার ইউটিউব সাবস্ক্রাইবাররা বহন করে। বাংলাদেশেও এই কালচার গড়ে তুলতে পারলে আমাদের এখানে ভালো কনটেন্ট ক্রিয়েটর তৈরি হতো অনেক।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।