স্টিম থেকে একটা গেম ডেভেলপার গ্রুপের সাথে পরিচয় হলো। ওদের আপকামিং গেমের আইডিয়া শুনে আমার ড্রিমার ওয়ার্ল্ডের কথা বললাম। ওদের গেমটা হচ্ছে একটা শহরে আপনি ফুড কার্ট সেটাপ করে মার্কেট এনালাইসিস করে বার্গার ড্রিংকস এসব বিক্রি করবেন। আমার DW-র বিভিন্ন সিটিতে এধরনের ছোটখাটো বিজনেস করা যাবে, টাকাটুকা কামানোর জন্য। তো ওদেরকে বললাম চলো ডেভেলপমেন্ট পার্টনার হই। ওরাও আগ্রহ দেখালো। তারপর বললো ওদের গেমটা মার্কেটে রিলিজ দেয়ার আগে আলফা ভার্সন খেলে ওদেরকে সাজেশন দিতে পারবো কিনা। রাজী হয়ে গেলাম।

তারপর আজকে আলফা কপি পাঠিয়েছে। ঘন্টাখানেক ডিসকোর্ডে স্ট্রিমিং করলাম। সাথে ভয়েসে ওরাও কানেক্টেড ছিলো। খেলতে খেলে গেমস ডেভলপমেন্ট নিয়ে নানা ধরনের কথা হলো, ইমপ্রুভের সাজেশন দিলাম। আমার সাজেশনরে খুব গুরুত্বের সাথে নিলো এবং যা যা সাজেশন দিয়েছি ওগুলো ইমপ্লিমেন্ট করবে বললো। সব মিলিয়ে ঘন্টা খানেক বেশ ভালোই সময় কাটলো বকবক করে আর গেম খেলে।

ওদের গেমটার গ্রাফিক্স, গেমপ্লে ও ডেপথ বেশ ভালো। সিমুলেশন গেমগুলো যেমন হয়, রিয়েল লাইফের অনেক কিছুই ইমপ্লিমেন্ট করছে। মানে এধরনের একটা ব্যবসা করার জন্য যা যা কনসিডার করতে হয় আরকি (স্ক্রিনশটে খেয়াল করেন)। এসব গেম খেললে আপনি ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। গেমের লিংক দিলাম, আগ্রহীরা উইশলিস্টে যোগ করে রাখতে পারেন। কিছুদিন পর রিলিজ দিবে।

ওভারঅল বেশ চমৎকার একটা অভিজ্ঞতা বলা যায়।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।