জানুয়ারীর ৩ তারিখে ফেসবুক থেকে প্রায় ছয় হাজার দুই'শ পোস্ট ত্রিভুজ ডট নেটে ইমপোর্ট করে ফেলেছিলাম। গত ৮ মাসে আরো প্রায় ৪০০ পোস্ট করেছি দেখা যায়। এগুলোর বেশীরভাগই এখনো শর্ট করা হয়নি। আজকে সাইডবারটা যুক্ত করলাম। প্রতিদিন গড়ে ২০০ করে পোস্ট শর্ট করা গেলে আগামী এক মাসের ভেতরে সব পোস্ট ক্যাটাগরিতে পাওয়া যাবে।
ফেসবুকে পুরানো পোস্ট খুঁজে পাওয়া যায় না সহজে। এখানে সব বিষয়ভিত্তিক সাজানো থাকবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।