আগের পোস্টে কাছের মানুশের সংজ্ঞা জানতে চাইছিলেন একজন। এটা আসলে সংজ্ঞায় ফেলার বিষয় না, উপলদ্ধি করার বিষয়। তবুও কিছু তো বলা যায়। এই যেমন— আপনার ভালো খবর শুনে যার মনে হিংসার পরিবর্তে আনন্দ সৃষ্টি হয়, সে আপনার আপন বা কাছের মানুশ। মন খারাপ থাকলে চুপচাপ পাশে বসে থাকে বা মন ভালো করার চেষ্টা করে যে, সে আপনার কাছের মানুশ।
এরকম আরো অনেক কিছুই বলা যায়। আপনারাও যোগ করতে পারেন চাইলে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।