১৯৭২ সালে MIT-র একটা গবেষণার ফল থেকে বলা হয়েছিলো যে ২০৪০ সাল নাগাদ বড় ধরনের সামাজিক বিপর্যয় হবে (সোসাইটি কলাপস)। ১৯৭২ সালে অনেকগুলো প্যারামিটারের অভাব ছিলো MIT-র সেই গবেষণায়, যেগুলো এড করে ২০২১ সালে একটা ফলো-আপ রিসার্চ করে ডাচ ইকোনমিস্ট Gaya Herrington, যেটার ফলাফল দেখা যাচ্ছে এই গ্রাফে। এক কথায়, ২০৪০ (দুই হাজার চল্লিশ) এর অনেক আগেই সব কলাপস করবে যদি এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকে।
গ্রাফটায় খেয়াল করেন, কিভাবে ইন্ড্রাস্ট্রিয়াল আউটপুট কমতে শুরু করেছে। এটা হবে মূলত যথেষ্ঠ ইয়ং পিপলের অভাবে। চীন-জাপান, ইউরোপের বার্থ রেট নেগেটিভ। ফলে একটা সময় পরে এসব এলাকা বুড়ো-বুড়িদের অঞ্চলে পরিনত হবে। বয়স্কদের তো প্রোডাক্টিভিটি নাই। যথেষ্ঠ পরিমানে ইয়ং না থাকার ফলে ওসব দেশগুলো খুব দ্রুত কলাপস করবে।
অন্যদিকে, আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলো ও মুসলিম দেশগুলোতে জনসংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। আরেকটা প্রেডিকশনে দেখেছিলাম আমাদের ঢাকা বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল সিটি হতে যাচ্ছে (লিংক দিলাম কমেন্টে)।
আমাদের এই জনসংখ্যার সবচাইতে ভালো দিক হচ্ছে ইয়ং পপুলেশন। ফলে, আমরা যদি নিজেদের যথেষ্ঠ যোগ্য করে তুলতে পারি, পৃথিবীর নেতৃত্ব এমনিতেই আমাদের হাতে চলে আসবে। উৎপাদন সব আমরাই করবো। এমনকি চীনও এই দিকে ফেইল করবে, তরুন জনগোষ্ঠীর অভাবে। সুতরাং সেভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। সামনে আছে শুভ দিন (আমাদের জন্য আরকি)।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।