অনলাইন থেকে বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চ পেপার পড়া আমার দীর্ঘ দিনের অভ্যাস। মূলত নতুন কিছু জানতে ভালো লাগা থেকে করি আরকি। আর এটা করতে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে কত কম জানি। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে চাইলেও সব জানা সম্ভব না। অন্তত এই ছোট জীবনে সম্ভব না আরকি। যেসব বিষয়ে আমার আগ্রহ, সেগুলো পুরোপুরি বুঝার জন্য অন্তত হাজার পাঁচেক বছর বাঁচতে হবে। ফলে, সব বুঝার চেষ্টা করা অনর্থক।
আপনি তখনি একটা বিষয়ে সর্বোচ্চ জানতে সক্ষম হবেন যখন অন্য হাজারো বিষয়ে কিছু্ই জানবেন না বা কম জানবেন। আসলে একটা বিষয়ে পুরো মনোযোগ দিলে তো অন্য বিষয়গুলো জানা তো সম্ভব না। একটা বিশেষ সেক্টরে যে যত জ্ঞানী অন্য হাজারো সেক্টরে সে ততই অজ্ঞ হওয়া স্বাভাবিক তাই।
সব বিষয়েই জানার ভান করে ও মতামত দিতে যায় যারা, তারা মূলত মিডিওকর।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।