টাকা মূলত একটা কাগজের রিসিপ্ট ছাড়া আর কিছুই না। মানে, আপনি কারো কাছে ১০০ একর জমি জমা রাখলেন আর সে আপনারে একটা রিসিপ্টে লিখে দিলো যে আপনি তার কাছে ১০০ একর জমি পান। এবং এটাও লিখে দিলো যে- 'চাহিবা মাত্র ইহার বাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে'। যদিও বাস্তবতা হচ্ছে এই সম্পদ আর কোনদিনই ফেরত দিবে না সে।
আর আপনার জমা রাখা ঐ ১০০ একর জমি থেকে প্রতি বছর ৫-১০ একর জমি গাপ করে ফেলা হইতেছে ইনফ্লেশন (inflation) বা মুদ্রাস্ফীতি (মুদ্রাস্ফীতি একটা ভুল টার্ম আসলে)।
এখন এই রিসিপ্ট (টাকা) আপনি ব্যাংকে রাখেন আর ঘরে রাখেন, সম্পদ কিন্তু সেই লোকের কাছেই জমা রইলো। এটারেই ব্যাংকে টাকা রাখা বুঝিয়েছি।
সম্পদরে এভাবে রিসিপ্টে রুপান্তরিত করে রাখা বোকামি এজন্য। একারণে দেখবেন শত কোটি টাকার মালিকদের ব্যাংকে এক কোটি টাকাও ক্যাশ থাকে না বা কারেন্সিতে থাকে না কিছু।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।