আমরা যেই খারাপ সময়ে প্রবেশ করতে যাচ্ছি, এটা খুব সহজে কাটবে না আর। ২০৩০ এর দিকে এমনিও বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় শুরু হওয়ার কথা, চতুর্থ শিল্প-বিপ্লবের কারণে। সেই বিপর্যয় শুরুর আগেই এখন যে বিপর্যয়ে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এর থেকে বের হয়ে আসার আগেই ২০৩০-এর বিপর্যয় শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে।

সামনে খুব খারাপ দিন আসতেছে। বি প্রিপেয়ার্ড!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।