গত এক বছরে ডলারের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এটা নিয়ে সবচাইতে বেশী বিপদে আছে সম্ভবত সৌখিন সাইট/পোর্টাল মালিকরা। এই অবস্থায় যারা নিজের সখের সাইটটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাচ্ছেন, তারা কনটেন্টগুলো অনলাইনে আর্কাইভ করার জন্য আমাদের থিংকার ক্লাউড ব্যবহার করতে পারেন। আমরা লাইফ-টাইম ফ্রি আর্কাইভিং সুবিধা দিচ্ছি।

এর সবচাইতে বড় সুবিধা হলো— আবার যখন নিজের সাইট/পোর্টার অনলাইনে ফেরত আনতে চাইবেন, তখন বসে বসে কপি-পেস্ট করতে হবে না। এক ক্লিকেই আপনার সাইট আবার অনলাইনে লাইভ হয়ে যাবে (সাইটে লাখ লাখ পোস্ট/লেখা থাকলেও)।

এরকম যারা আছেন (মানে সাইট চালাতে চাচ্ছেন না বা বিরতি দিতে চাচ্ছেন এবং লেখাগুলো ব্যাকাপ রাখতে চান), তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন কিংবা থিংকারের অফিসে চলে আসতে পারেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।