একজন জ্ঞানী লোক নির্জনতায় নিজের সঙ্গ উপভোগ করে, বাকীরা লোনলিনেসে আক্রান্ত হয়। Knowledge saves you from loneliness and makes you a solitary man.
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।