আপনার যদি মনে হয় এই গান আমি গেয়েছি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের অগ্রগতি সম্পর্কে আপনার সার্চ দেয়ার সময় হয়েছে। আমার একটা স্টিল ফটো থেকে এই ভিডিওটা তৈরি করে দিয়েছে reface নামের একটা এপ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছে এই এপটা। [video]
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।