প্যারেন্টিং - ৫০
একজন ব্যক্তি কিসে আনন্দ পাচ্ছে, এটা পর্যবেক্ষন করে তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়া যায়। আবার একটা বাচ্চার আনন্দের প্রধান উৎসগুলো পর্যবেক্ষন করে তার ভবিষ্যত কেমন হতে যাচ্ছে অনুমান করা যায় অনেকটাই।
আপনার বাচ্চারা কিসে আনন্দ পাচ্ছে সেটা পর্যবেক্ষন করুন। তার আনন্দের উৎসগুলো পরোক্ষ ও প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রন করুন।
বাচ্চাদের এন্টারটেইনমেন্ট বা চিত্তবিনোদের উৎসও নিয়ন্ত্রন করুন। 'বাচ্চা তো, কী আর হবে' ভেবে যদি আপনি তাকে ভুল বা খারাপ সোর্স থেকে আনন্দ নিতে দেন, আলটিমেটলি সেটা তার জীবনে খারাপ প্রভাব ফেলবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।