জীবনটা রিসেট করার টিপস চাইলো একজন। তারে বললাম— আগে নিজের কম্পিউটার ও স্মার্টফোনটা রিসেট করে দেখাও। পার্সোনাল ফটো এ্যালবাম আর কাজের জিনিস ছাড়া অন্য কিছুই রাখা যাবে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।