আমরা যখন ছোট ছিলাম, কাঁচের বোতলে এক লিটার কোক (১০০০ মিলি) এর দাম ছিলো ২২ টাকা। এখন তার চার ভাগের এক ভাগ (২৫০মিলি) প্লাস্টিকের বোতলের কোক ২৫ টাকা। চারগুনের বেশী বেড়েছে দাম। একটা ব্যানসন সিগারেটের দাম ছিলো ৩ টাকা, এখন ১৬ টাকা। পাঁচগুনের বেশী বেড়েছে দাম।
এটাই উন্নতির সাইন্স!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।