ভার্সিটিয়ান-থিংকার নিয়ে গবেষণা করতে গিয়ে কতকিছুর সন্ধান যে পেলাম। পৃথিবীজুড়ে কত কী যে হচ্ছে! এগুলোর সাথে যখন আমাদের দেশের অবস্থা তুলনা করি, নিজেদেরকে কয়েক'শ বছর পিছিয়ে পড়া মনে হয়। টাকা/পয়সা/ইনফ্রাস্ট্রাকচার/টেকনোলজির দিক থেকে না, মন-মানসিকতার দিক থেকে।
কয়েকটা বিভাগীয় শহর (বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম) বাদ দিলে, বাকী জেলাগুলোর অবস্থা খুবই খারাপ। মফস্বল শহর আর গ্রামের ছেলে-মেয়েরা যে কী নিয়ে ব্যস্ত! গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড/ইউটিউব/টকটক/ফেসবুক, এগুলোই এদের জগতের বেশীরভাগটা দখল করে রেখেছে। দুনিয়া সম্পর্কে এদের কোন ধারণাই নাই। খেয়াল করলে দেখবেন, বেশীরভাগ টিকটকার ঢাকার বাইরের জেলাগুলোর। সকলেই যে ওরকম; তাও-না। এসব জায়গাতেও এগিয়ে থাকা স্মার্ট ছেলে-মেয়েরা আছে। কিন্তু, তারা সংখ্যায় অনেক কম।
সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে, এদেরকে নিয়ে ভাবার মত তেমন কেউ নেই এদেশে। এদেশের বুদ্ধিজীবিতা মূলত ঢাকা নির্ভর। ঢাকারেই তারা বাংলাদেশ ভাবে। বরং ঢাকার বাইরের কিছু বিভাগীয় শহর ও জেলা শহরের ইন্টেলেকচ্যুয়ালরা ঢাকার স্বঘোষিত ইন্টেলেকচ্যুয়ালদের থেকে অনেক আপডেটেড ও বাস্তবমুখী।
একটা জাতির মূল উন্নতি হচ্ছে লোকজনের মন-মানসিকতার উন্নতি। এই জায়গাটা নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।