এক পাশে যদি পেপার ডিসপ্লে হয় (কিন্ডেলের মত) এবং অন্য পাশে কালার LCD, তাহলে কেমন হবে? বাম দিকের অংশটা খুলে কিন্ডলের মত ছোট একটা ই-রিডার হিসেবে ব্যবহার করা যাবে এবং সেটার ওজন কিন্ডলের মতই হালকা হবে। এক চার্জে ৪ সপ্তাহ চলবে।
এনি অপিনিওন?
বিঃদ্রঃ এটা ফটোশপে তৈরি করেছি আমাদের 3D ডিজাইনারকে বুঝানোর জন্য। ফলে কোয়ালিটি ভালো না এবং ডিজাইনটা ফাইনাল না। 3D ডিজাইন রেডি হওয়ার পর মূল ডিভাইসটা দেখতে কেমন হবে দেখাতে পারবো।
[photo]
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।