২০২১ সালে বিশ্বের বিফ ইনন্ড্রাস্ট্রির সাইজ ছিলো ৪৬৮ বিলিয়ন ডলার যার গ্রোথ রেট প্রতি বছর ৫% এর কাছাকাছি। প্রায় আধা ট্রিলিয়ন ডলারের এই ইন্ড্রাস্ট্রি দাঁড়াতে প্রতি বছর কত কোটি গরু/মহিষ লাগে বলেন তো? আমাদের সিজনাল পশুপ্রেমিকরা কিন্তু এদেরকে কিছু বলার কথা স্বপ্নেও ভাবতে পারে না। কারণ, পাগলেরও চাকরি হারানোর ভয় আছে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।