দশ ইঞ্চি বুক রিডার ক্যারি করা কঠিন বলে পকেট সাইজের (৮ ইঞ্চি) ড্যুয়াল স্ক্রিন বুক রিডার ডিজাইন নিয়ে গবেষণা করছি যাতে এভাবে বই পড়া যাবে। এটা কেমন হবে বলে আপনি মনে করেন? (পড়ার সময় অন্য স্ক্রিনে নোট নেয়ার ইন্টারফেসের ছবি কমেন্টে)
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।