সাভারের শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রের সঙ্গে একটি কিশোর গ্যাং জড়িত রয়েছে বলে অভিযোগ (সূত্র: প্রথম আলো)।
আমরা যখন স্কুলে পড়ি, তখন বাংলাদেশের পাড়া-মহল্লাগুলোতে নানা ধরনের গ্যাং ছিলো। মূলত রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কিশোর ও তরুনরা এসব গ্যাং চালাতো। এরা এলাকার মাস্তান-রংবাজ হিসেবে পরিচিত ছিলো। বিএনপি RAB গঠন করে অপারেশন ক্লিনহার্ট শুরু করার পর এই গ্যাংগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিলো। এরাই আবার ফিরে আসছে, কিশোর গ্যাং নামে।
শিক্ষক হত্যার বিচার চাওয়ার পাশাপাশি এই কিশোর গ্যাং নিয়েও আলাপ হওয়া জরুরী।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।