সিজনাল ঠান্ডা জ্বরের (ফ্লু) বেস্ট ঔষধ হচ্ছে ঘুম। বিরক্তিকর সর্দি থেকে বাঁচারও। লাস্ট তিন/চার দিন গড়ে ১২-১৬ ঘন্টা ঘুমিয়েছি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।