কারো বাড়িতে আগুন লেগে গেলে প্রতিবেশীরা সেই আগুন নেভাতে যাওয়াটা গ্রামের জন্য ভালো ব্যাপার, কারণ ওখানে ফায়ার ব্রিগেড নেই কিংবা প্রশাসনিক ও সরকারী সুবিধা অপর্যাপ্ত। শহরের জন্য এটা ভালোর চাইতে খারাপ, কারণ এরা সরকারী বাহিনী ও ফায়ার ব্রিগেডের কাজে বাঁধা হয়ে দাঁড়ায়।
এই ব্যাপারটা বুঝতে পারা জরুরী।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।