বেয়াদবরা কখনো নিজেদের বেয়াদবি ধরতে পারে না। কারণ, বেয়াদব মানেই হচ্ছে আদব জ্ঞানের অভাব। এরা বুঝতে পারে না কেন এদের কথা বলার ভঙ্গি, টোন, ভাষা খারাপ। তার ভেতরে যদি একগাদা লোক এসে সমর্থন দিতে শুরু করে, তাহলে সেটা কালচারে পরিনত হয়। তখন এর থেকে এরা আর বের হতে পারে না। কালচারাল ট্রেইট সহজে বদলায় না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।