ভাবতে ভাবতে বিন্দাস মুডে চলে গেছি মোটামুটি। মির্জা গালিবের গজল শুনতে শুনতে ভাবতেছিলাম, এতকিছু করে কী হবে? তারপর Zillow-তে প্রায় দুই মিলিয়ন ডলার দামের একটা বাড়ি দেখে মনে হলো, এরকম একটা পুকুরওয়ালা বাড়ি থাকলে সাঁতার কাটা যাইতো এট লিস্ট!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।