গুগল আর্থে কখনো জুম আউট করতে করতে স্পেসে গিয়ে পৃথিবীকে দেখেছেন? জীবনকেও এভাবে দেখা সম্ভব। জীবনকে যত বেশী জুম আউট করবেন, নিজেকে ততই তুচ্ছ থেকে তুচ্ছতর মনে হতে থাকবে। জীবনের বিশালত্বের সামনে আপনার কাজকর্ম-অস্তিত্ব মাইক্রোস্কোপিক।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।