আম্রিকা যেতে হবে।
গিয়ে বলবো— ইলন মাস্ক,
আপনাকে আমি কিনে ফেলতে চাই।
কত দেব বলেন?
ইলন মাস্ক হয়তো বলবে,
আমার সম্পদের পরিমান তো ২৬৫ বিলিয়ন,
সেটাই দেন।
আচ্ছা, আপনাকে আমি কিনে ফেললাম।
আপনি এখন আমার,
আপনার সম্পদও।
২৬৫ বিলিয়ন বের করেন তো,
পে করে দেই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।