স্বপ্নে কি আমরা আসলে প্যারালাল ওয়ার্ল্ডে ঘুড়ে আসি? এটা নিয়া অনেক আলাপ আছে। নেট ঘাঁটলেই পাবেন। কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। যদি বিলিয়নস অব প্যারালার ওয়ার্ল্ডে আমার বিলিয়নস অব কপি থেকে থাকে, তাহলে তাদের সকলের জ্ঞান যদি আমি একসেস করতে পারতাম তাহলে কেমন হতো ব্যাপারটা?

মাল্টিভার্সের ভ্রমণ করে নিজের অন্য কপিগুলোকে মেরে একজন সুপার পাওয়ার অর্জন করে ফেলে, এরকম একটা মুভি দেখেছিলাম বহু বছর আগে। সম্ভবত The One ছিলো মুভিটার নাম। কিন্তু, মারামাটি কাটাকাটির দরকার নাই। যাস্ট একসেস করতে পারলেই তো হলো!

বিলিয়নস অব বিশ্বে বিলিয়নস অব ত্রিভুজের সব জ্ঞান আমি একসেস করতে পারতেছি, ভাবতেই রোমাঞ্চিত হয়ে যাচ্ছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।