আপনি যা নিয়া কথা বলবেন, সেটার কোন মূল্য না থাকলেও আপনার আলাপের কারণে একটা মূল্য সৃষ্টি হয়। আপনার কাছে যদি সেল করার মত কোয়ালিটি কিছু থাকে, তাহলে আলাপটা পজেটিভ না নেগেটিভ, তাতে কিছু যায় আসে না। তখন অল প্রেস আর গুড প্রেস। আমার ক্ষুদ্র সাইকোলজি জ্ঞানও তা বলে। অধিক সাইকোলজির জ্ঞানীরা কী বলবেন জানি না। বরং কিছু উদাহরণ দেখাই।

পৃথিবীর নাম্বার ওয়ান ব্রান্ড হচ্ছে অ্যাপেল। অ্যাপল দেখবেন মাঝে মাঝে হাস্যকর কিছু প্রাইস ট্যাগ বসায়। একবার মনিটরের স্ট্যান্ডের দাম দিলো ১ হাজার ডলার। এরপর ম্যাক প্রো-র জন্য চাকা রিলিজ করলো, ৭০০ ডলার। এই এক হাজার ডলারের মনিটর স্ট্যান্ড আর ৭০০ ডলারের চাকা নিয়ে ইন্টারনেটজুড়ে হিউজ ট্রল হলো। অ্যাপল হেটারস ও এন্ড্রয়েড কমিনিউটিগুলোতে ঈদের আমেজ বিরাজ করলো এসব নিয়ে।

আচ্ছা, অ্যাপল কি তাদের হেটার গ্রুপ সম্পর্কে অজ্ঞ? নাকি জানতো না যে ট্রল হবে? বিশেষ করে হাজার ডলারের মনিটর স্ট্যান্ড রিলিজ করে এত ট্রল খাওয়ার পর আবার ৭০০ ডলারের চাকা কেন রিলিজ করলো? ওরা জেনে বুঝেই এটা করছে। কারণ, ওদের হেটার্স গ্রুপ যে পরিমানে আলাপ করেছে অ্যাপল নিয়ে (হোক সেটা নেগেটিভ), তাতে তাদের পরিচিতি আরো বেড়েছে। একই উদাহরণ আপনি রাজনৈতিক দলগুলোতেও দেখতে পাবেন। আরো অনেক কিছুতেও।

যাস্ট মাথায় রাখেন, অল প্রেস আর গুড প্রেস! কোনকিছু নিয়ে আপনি যত আলাপ করবেন, সেটার প্রসার তত বাড়বে। সেই আলাপ যত নেগেটিভই হোক না কেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।