এটা মাইক্রোসফট সারফেস ডুয়ো। যদি পেপার ডিসপ্লে ব্যবহার করতো, তাহলে কিনতাম একটা। শুধুমাত্র বই পড়ার জন্য। পেপার ডিসপ্লেতে বই পড়তে পুরোপুরি রিয়েল কাগজের প্রিন্টের মতই লাগে। এরকম ডুয়্যাল ডিসপ্লেতে বই পড়ার অভিজ্ঞতা কি রিয়েল বইয়ের মত হবে?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।