অনলাইন মিটিং সেটাপ। এই সপ্তাহে প্রায় ২০ ঘন্টা জুম মিটিং করছি। এবং মিটিং মাত্র শুরু। তাই মাইক্রোফোন আর্ম কিনে একটা পার্মানেন্ট সেটাপ করে ফেললাম।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।