মাঝে মাঝে ড্রিমারের ঐ গাছটার নিচে বসে থাকি, মাঝে মাঝে ঘড়িটার সাথে আকাশে উড়ি। তখন মনে হয় কিছুই ভাবছি না, কিন্তু এরপর কাজ নিয়ে বসলে দেখা যায় জটিল কোন সমস্যার সমাধান চলে আসছে কিংবা ভালো কোন আইডিয়া চলে আসে। প্রতিদিন কিছু সময় এরকম উদাস হয়ে বসে থাকা মনে হয় ভালো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।