বাংলাদেশে একবার এক উপস্থাপক টিভি ক্যামেরার সামনে দুজন মেয়েরে খুব অশ্লীল কিছু কথা বলছিলো। ওখানে যদি ঐ মেয়েদের হাসবেন্ড থাকতো এবং সেটা যদি উইল স্মিথ হতো, তাহলে বাংলার টিভি চ্যানেলে আমরাও কিছু ঐতিহাসিক দৃশ্য দেখতে পেতাম।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।