রাশিয়া-ইউক্রেন যুদ্ধটারে আমার পোস্ট-প্যানডেমিক ইফেক্ট মনে হইতেছে। দুই বছরের প্যানডেমিকের ফলে রাশিয়ার এনার্জি সেক্টর যে পরিমান লস খেয়েছে, এক যুদ্ধ বাঁধিয়ে সেই গ্যাপ পুরন করে ফেলতেছে বলে মনে হচ্ছে। রাশিয়ার রপ্তানিকৃত পন্যের তিন ভাগের দুই ভাগই হচ্ছে তেল-গ্যাস। যুদ্ধ লেগে যাওয়অর পর এগুলো এখন তারা ৩০% বেশী দামে বেচতে পারতেছে।

রাশিয়ার সেনাবাহিনীর যে সক্ষমতা, তাতে ইউক্রেন দখল করতে তাদের এক সপ্তাহের বেশী লাগার কথা না। যে এয়ার সুপিরিওরিটি ওরা প্রথম তিন দিনের ভেতরেই নিতে পারতো সেটা ওরা নেয় নাই এমনকি ফুলস্কেলে হামলা করে দখলও করে নিচ্ছে না। এয়ার সুপিরিওরিটির বিষয়টা নিয়ে কমেন্টে একটা ভিডিও লিংক দিচ্ছি, দেখতে পারেন।

এই যুদ্ধটার পেছনে জিওপলিটিক্যাল অনেক কারণ থাকলেও (জিওপলিটিক্যাল কারণ নিয়ে আরেকটা লিংক দিয়েছি কমেন্টে), ইকোনমিক রিকোভারীই প্রধান মনে হচ্ছে। নয়তো এই যুদ্ধ এত লম্বা করার কথা না। এরা এই যুদ্ধ আরো কয়েক মাস ধরে ঝুলিয়ে রাখলেও অবাক হবো না।

ভুলও হতে পারে আমার, কিন্তু এরকমই মনে হচ্ছে আরকি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।