থিংকার ক্লাবের সাথে reMarkable এর মত একটা e-Ink ডিভাইস যোগ করতে চাই যেটা ব্যবহার করে Thinkr Club-এর সবকিছু করা যাবে (বই পড়াসহ)। reMarkable-এর দাম অনেক বেশী, ৪০০ ডলারের উপরে (ট্যাক্স সহ)। আমরা ১০০ ডলারের ভেতরে প্রাইস রাখতে চাই। এধরনের ডিভাইস নিয়ে কাজ করেছেন কিংবা করতে আগ্রহী (ইনভেস্টর হিসেবে), এরকম কারো চোখে যদি এই লেখাটা পড়ে, কাইন্ডলি ইনবক্সে আসবেন? আমরা পার্টনারশীপেও কাজ করতে পারি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।