আল্লাহর কাছে যা যা চাই, প্রায় সবই পেয়ে যাই দেখে নিজের জন্য চাওয়া অফ করে দিয়েছি অনেক বছর হলো। এখন শুধু চাই মানুশের জন্য কিছু করতে পারার তাওফিক। আশা করি আল্লাহ এই চাওয়াও পুরন করবে।
আর আপনাদের কাছে চাই শুধুই দোয়া।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।