জীবন নামক পরিক্ষার কঠিনতম প্রশ্ন হইতেছে সাকসেস। অন্যরা যখন ভাবতেছে আপনি সাকসেসফুল, তখন আসলে আপনার যাত্রা মাত্র শুরু। পুল সিরাতের গোড়ায় আপনি। সাকসেস আসলে একটা দায়।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।