এদেশে বইয়ের বিপনন ব্যবস্থা নেই বললেই চলে। ডিস্ট্রিবিউশন সিস্টেমও ভালো না। Thinkr Club থেকে একটা বই বিপনন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম দাঁড় করাচ্ছি। কমন বুকস্টোর বা লেখকদের পেজ থেকে বই অর্ডার করা যাবে এবং প্রতিটা জেলায় মাল্টিপল বুকপয়েন্ট থাকবে যেখান থেকে বই সংগ্রহ করা যাবে বা দিনে দিনে বাসায় শিপ করার উপায়ও থাকবে।

কথা হচ্ছে, ৬৪ জেলায় যদি ১০টা করেও বুক পয়েন্ট তৈরি করা হয় সেক্ষেত্রে ৬৪০-টা হয়। প্রতি পয়েন্টে ৫টা করে বই মজুত করলেও ৩২০০ বই ছাপাতে হবে আপনাদের। বাংলাদেশের কতজন লেখক ৩২০০টা বই ছাপানোর সাহস রাখেন? ৬৪ জেলায় একটা করে পয়েন্টে রাখলেও ৩২০টা বই আমাদের ওয়্যারহাউজে জমা দিতে হবে। সেটাও কতজন করতে পারবে?

ধরে নিন এটা একটা জরিপ পোস্ট। আমাদের তাড়া নেই, আমরা ধীরে ধীরে এই নেটওয়ার্ক দাঁড় করাবো। কিন্তু, আপনাদের সহযোগীতা পেলে খুব দ্রুত দাঁড়াতে পারে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।