এয়ারপডসের নয়েজ ক্যান্সেলেশন ফিচারটার জন্য অ্যাপল কোম্পানীরে শান্তিতে নোবেল দেয়া উচিত। কত ফ্যামিলিতে যে এটা শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছে গোপনে গোপনে, টিম কুক কি তা জানে? তবে মাঝে মাঝে বিপত্তিরও কারণ হয়। বিশেষ করে ঘরের বাইরে কোথাও ব্যবহার করতে গেলে।
একদিন লিফটের জন্য দাঁড়িয়ে আছি। আশেপাশে কেউ নাই দেখে হঠাৎ আমার সঙ্গীত প্রতিভা জাগ্রত হয়ে উঠলো। মুস্তফা জব্বারের বাংলা ভাষা একটিভিজমে উদ্বুদ্ধ হয়ে এনরিকের Bailamos শুনতে শুনতে বাংলায় গাইতেছিলাম।
বাইলা মাছছছছছ
ভাজা কইরা খাবো বাইলা মাছছছছছ
একলাই খাবো, কাউরে দেব না
বাইলা মাছছছছছ
হঠাৎ মনে হইলে কেউ একজন পেছনে। তাকিয়ে দেখি এক শ্রদ্ধেয় বড় ভাই। দ্রুত এয়ারপডস কান থেকে খুলে ফেললাম।
'একলাই খাবে, না?', বড় ভাই মুচকি মুচকি হাসতেছে।
আমিও লাজুক ভঙ্গিতে হাসলাম। এরপর নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখার বিপত্তি নিয়া উনার একটা বিব্রতকর অভিজ্ঞতার কথা বললেন। আমরা দুইজনেই আবার হাসলাম।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।