সোশ্যাল মিডিয়ার ভবিষ্যত হচ্ছে পার্সোনাল সোশ্যাল মিডিয়া। আপনার ডাটা আপনার নিজের কাছে থাকবে। এটা এখনো সম্ভব হচ্ছে না কারণ কেউ নিজের পকেটের টাকা দিয়ে এটা চালাতে চায় না। কিন্তু যদি আপনার সোশ্যাল মিডিয়া নিজেই নিজের খরচ বহন করে, মানে বছরে ১০০ ডলার খরচ থাকলে ১১০ ডলার অন্তত আয় হয়, তাহলে তো সম্ভব। তাই না?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।